দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা হিলি পৌরসভা এলাকায় মাশরুম চাষ করে নিজেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন গৃহবধূ শাপলা আক্তার। তিনি অন্যান্য নারীদের স্বাবলম্বী করতে মাশরুম চাষের প্রশিক্ষণ দিচ্ছেন।
শাপলা আখতার জানান, প্রায় ৩ বছর আগে হিলি পৌরসভা শহরের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে হীরামতি সিনেমা হলের পূর্ব পাশে ২৯টি মাশরুমের বেড দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এখন তার খামারে প্রায় ৫ হাজার মাশরুম বেড রয়েছে। বেড তৈরির ১৫ থেকে ২০ দিনের মধ্যে মাশরুম উৎপাদন হয়। প্রতিদিন খামার থেকে উত্তোলন করেন ৭ থেকে ৮ কেজি মাশরুম। প্রতিকেজি মাশরুম ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন। এতে মাসে তার আয় হয় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা।
হাকিমপুর উপজেলা নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি (৪৫) বলেন, শাপলা আক্তার একজন সফল নারী উদ্যোক্তা। তিনি এখন নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দিচ্ছেন। নারীদের বলব, আপনারা ঘরে বসে না থেকে কিছু একটা করে নিজেকে স্বাবলম্বী করে তুলেন। দেখবেন সংসার এবং সমাজে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে।
দিনাজপুরে মাশরুম চাষে সফল নারী উদ্যোক্তা শাপলা
Facebook
Linkedin
Twitter
Pinterest