বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমান সরকার পাচারের টাকা কিছুটা হলেও ফেরত আনবে। মালয়েশিয়া পেরেছে, রুয়ান্ডা পেরেছে। আমরাও পারবো।
বৃহস্পতিবার(২০ জানুয়ারি) ঢাকার পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএর) মিলনায়তনে ‘সেমিনার অন বাংলাদেশ ম্যাক্রোইকোনোমিক ল্যান্ডস্কেপ: চ্যালেঞ্জেস ইন দ্যা ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্যা পাথ এহেড’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আহসান এইচ মনসুর বলেন, এ বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সাথে কথা হচ্ছে। তবে কিছুটা সময় লাগবে। রুয়ান্ডার সময় লেগেছে ৫ বছর। আমরা পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শেষ করতে না পারলেও পরবর্তী সরকার সেই উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছি। তা হলেই আমাদের এই উদ্যোগের সুফল মিলবে।
পাচারের টাকা ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, কোনো দেশই পাচার করা টাকা ৫ বছরের আগে ফেরত আনতে পারেনি। আমরা চেষ্টা করছি। হয়তো কিছু টাকা ফেরত আনা সম্ভব হবে। কিন্তু আমরা আশা করবো পরবর্তী সরকার এই কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে।
ইআরএফ আয়োজিত ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।