অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে সংস্কারের প্রয়োজন আছে। তবে সংস্কারের গতি বাড়িয়ে জাতিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেন।’ শুক্রবার(৬ দিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হলে কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, বিজিবিকে সীমান্তের চৌকিদার বানিয়েছে। আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। আমরা প্রতিশোধ নেব না, তবে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিচার করতে হবে।’
ভারতকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আমাদের দেশের এক ইঞ্চি কেন আধা ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না। এ দেশে কোনো সাম্প্রদায়িক বিভাজন নেই। স্বৈরাচার সরকার, মঈনুদ্দিন ও ফখরুল মিলে সাড়ে ১৭ বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছে। এ দেশের মানুষ আর সেই দিনগুলোতে ফিরে যেতে চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান হবে না, ভালো একটা বাংলাদেশ হবে। নারীদের ঘরে বন্দি রাখার অধিকার আমাদের নেই। তাদের কাজ আছে, বাইরে যেতে হবে। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, তা বাংলাদেশ জামায়াতে ইসলামী রক্ষা করবে। জনগণের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’
কুমিল্লা বিভাগের দাবি ও কুমিল্লা বিমানবন্দর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীর ন্যায্য দাবি। এ দাবি না মানাও জুলুম ছিল। কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। পাশাপাশি কুমিল্লা বিমানবন্দরও চালুর দাবি জানান।